আজ (১০ এপ্রিল) আনুমানিক ভোর ০৬.৩০ ঘটিকায় র্যাব-১৫ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার রামু থানাধীন খুনিয়াপালং ইউপিস্থ ০৯ নং ওয়াডের্র পেঁচারদ্বীপ মাংলাপাড়া সাকিনে আলী আকবর বুলু এর বসতঘরে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। .
অভিযান চলাকালে বসত ঘরের সামনে হতে আভিযানিক দল কর্তৃক আলী আকবর বুলু (৪৫), পিতা-মৃত নজির আহম্মদ,মাতা-নুর আয়েশা, সাং-উত্তর সোনাপাড়া, ৩নং ওয়ার্ড, জালিয়াপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার (বর্তমানে সাং-পেঁচারদ্বীপ মাংলাপাড়া, ৯ নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার)’কে গ্রেফতার করে।.
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে গোয়েন্দা তথ্য মোতাবেক ধৃত ব্যক্তির বসতঘরের শয়ন কক্ষে বিশেষ কায়দায় মাটির নিচে রক্ষিত অবস্থায় ০১ টি চটের বস্তার ভিতর থেকে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।.
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: